০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন এম. এ. বাতিন

নিউইয়র্ক প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ ও সমাজসেবক, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম. এ. বাতিন ফিফার নিউইয়র্কস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।

গত ১০ অক্টোবর (শুক্রবার) তিনি ফিফার অফিসে উপস্থিত হয়ে সংস্থাটির বিভিন্ন কক্ষ ও বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আগামী বছরের চ্যাম্পিয়ন দলের জন্য সংরক্ষিত স্বর্ণের গোল্ডকাপ ট্রফিটি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এম. এ. বাতিন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের ফুটবলসহ সার্বিক খেলাধুলার বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সফরের আমন্ত্রণের জবাবে জিয়ান্নি ইনফান্তিনো বলেন,

> “সময় ও সুযোগ পেলে আমি অবশ্যই বাংলাদেশে ঘুরতে যেতে চাই।”

এম. এ. বাতিন জানান, বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফিফার সহযোগিতায় বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য