০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস শাহপুর হরিতলা এলাকায় পৌঁছালে একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। গুরুতর আহত অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন