বিয়ানীবাজারে ৩ দফা দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

- আপডেট সময়ঃ ১০:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে।

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, বেতন ও সুযোগ-সুবিধা উন্নয়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বিয়ানীবাজারের শিক্ষকবৃন্দ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিয়ানীবাজার শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে সকাল থেকে বিয়ানীবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষকরা সমবেত হন এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিএইচজি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হিল বাকী চৌধুরী এবং সঞ্চালনা করেন বিয়ানীবাজার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অসিম কান্তি তালুকদার।
এতে অংশগ্রহণ করেন:মোঃ মুজিবুর রহমান, অধ্যক্ষ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ ।আবুল হাসনাত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বৈরাগীবাজার ডিগ্রি কলেজ।মাওলানা কামিল আহমদ, উপাধ্যক্ষ, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা।আব্দুল জব্বার, উপাধ্যক্ষ, বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা।মোঃ আবুল কালাম, অধ্যক্ষ, জান্নাতুল উম্মাহ মহিলা আলিম মাদ্রাসা।আব্দুল মালিক, প্রধান শিক্ষক, খলিল চৌধুরী আদর্শ বিদ্যনিকেতন।বেলাল আহমদ, প্রধান শিক্ষক, নালবহর উচ্চ বিদ্যালয়।আবু তাহের, প্রধান শিক্ষক, পাতন আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং বলেন, “জাতি গঠনের কারিগরদের উপর এমন অমানবিক আচরণ নিন্দনীয়।”
তারা জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন শেষে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে চলমান কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।