০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়ে আসার পর বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

মিরপুরে প্রথম ওয়ানডেতে স্পিনাররা বড় ভূমিকা রেখেছিলেন। আজও ভেন্যু একই হওয়ায় কন্ডিশনও অনেকটা একই রকম থাকার কথা। প্রথম ম্যাচে ব্যাটিং খুব একটা সহজ ছিল না। উইকেট ছিল ধীরগতির, আর স্পিনাররা পেয়েছিলেন দারুণ টার্ন। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা।

স্পিন-নির্ভর উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশ দল একাদশে ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। প্রথম ম্যাচ খেলা তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। ফলে বাংলাদেশ দল খেলছে মাত্র একজন স্পেশালিষ্ট পেসার (মোস্তাফিজ) নিয়ে। অন্যদিকে উইন্ডিজ উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। তাকে জায়গা দিতে বসিয়ে রাখা হয়েছে জেডেন সিলসকে। এছাড়া রোমারিও শেফার্ডের জায়গা এসেছেন আকিম অগাস্ট ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, আকিল হোসেন।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন