জৈন্তাপুরে বিজিবির গুলিতে যুবক নি/হ/ত

- আপডেট সময়ঃ ০৬:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামে। তাঁর পিতা শরীফ উদ্দিন। বিজিবির পক্ষ থেকে নিহত আলমাস চোরাকারবারি সাথে জড়িত দাবী করা হলেও পরিবার বলছে সে একজন কৃষক।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চারিকাটা ইউপির ৮নং ওয়ার্ডস্থ বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজ উদ্দিনের বাড়ির সন্নিকটে চতুল-লালাখাল রোডের উপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধীনস্থ সুইরঘাট বিওপির চারজন বিজিবি সদস্য ২টি মোটরসাইকেলযোগে চোরাইপন্য বাহী একটি পিকআপকে ধাওয়া করে। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে স্হানীয়রা বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলমাসকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার উপস্থিতিতে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, নিহতের দেহে তিনটি বুলেট আঘাতের চিহ্ন সনাক্ত করা হয়েছে। পরপ নিহতের মরদেহ পুলিশের হেফাজতে ময়নাতদন্তের জন্য প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবির গুলিতে নিহতের খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।