০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১২:১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে।

সারা দেশের মতো সিলেটের বিয়ানীবাজারেও উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য ছিল— “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”।

বুধবার সকালে দিবস উদযাপন উপলক্ষ্যে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) বিয়ানীবাজার শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। এসময় তিনি বলেন, সড়কে দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।

নিসচা বিয়ানীবাজার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির আহবায়ক শফিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বিয়ানীবাজার শাখার উপদেষ্টা আহমেদ ফয়সাল ও আহমদ হোসেন খান, বিয়ানীবাজার সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরী, নিসচার যুগ্ম সম্পাদক আবুল হাসান মামুন, রফিউল কবির, মাসুদ আহমদ ও কবির হোসেন, সদস্য ইমরান আহমদ, প্রদিব দাস, রাফি আহমদ, শাহ সিদ্দিক জাকারিয়া সহ আরো অনেকে।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটা আমাদের সবার। আমরা নিয়ম না মানলে আইন যত কঠোরই হোক, দুর্ঘটনা থামবে না।

পরবর্তীতে এই কার্যক্রমে সম্পৃক্ত হন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট জাহিদ উদ্দিন। তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন