মাইজগাঁও রেলওয়ে ষ্টেশনে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা
- আপডেট সময়ঃ ০৮:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন বাজারে শনিবার (১ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবী খালেদ আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন নিরব দানশীল ব্যক্তি হিসেবে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে এলাকার মানুষ ভালোবাসে। তার জনপ্রিয়তার কারণে মানুষ এমপি হিসেবে দেখতে চায়। তাই বিএনপি সিলেট ৩ আসনে তাকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ, রিজু মিয়া, নেয়ামত আলী, আরজু মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম, দীপু আহমেদ প্রমুখ।
একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা পুলেরমুখ পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর, মাইজগাঁও রেলস্টেশন এবং সংলগ্ন বাজার, মাইজগাঁও ইউনিয়নের বিয়ালীবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।











