১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মাধবপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে জেল-জরিমানা
মাধবপুর প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০৫:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে কামাল মিয়া, বাকরনগর গ্রামের আজগর আলীর ছেলে মো. টেনু মিয়া, এবং বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. জসিম উদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগসঃ













