০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক দেশপ্রেমিক ও মানবিক করে তোলে: এনামুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ, দেশপ্রেমিক ও মানবিক করে তোলে। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ ও জনগণের কল্যাণে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলো শুধু রাজনীতির পরিবর্তন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নেও বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরেছে। আমরা বিশ্বাস করি, জনগণ এই দফাগুলোর প্রতি আস্থা রাখবে।

তিনি বুধবার (৫ নভেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জুবায়েদ কবিরের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (সিলেট-৬) গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি জনগণের দল, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা মাঠে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ন্যায্য, সুশাসিত ও ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আমাদের ৩১ দফা কর্মসূচিই হলো সেই অঙ্গীকারের প্রতিফলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, ৫নং কুচাই ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, পৌর যুবদলের আহ্বায়ক তায়েফ আহমদ চৌধুরী, জেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক, খুরশেদ আলম, লায়েক আহমদ লেইছ, কামিল আহমদ, জহিরুল ইসলাম, তানভীর আহমদ, রায়েদ আহমদ, শাহিন আহমদ, কামাল আহমদ, শাহজাহান প্রমুখ।

এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিথি ও তার দল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তার হোসেন, নৃত্য পরিবেশন করে নওশিন জাকারিয়া।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন