বিয়ানীবাজারে ২ সহস্রাধিক সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম উদ্দিন: ‘ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে আজকের শিক্ষার্থীরা’
- আপডেট সময়ঃ ১০:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে।

শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের মাঝে যদি নৈতিকতা, দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, তবে আগামী বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও নৈতিকতায় পরিপূর্ণ”— এমন মন্তব্য করেছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম উদ্দিন।
শনিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, তাদের হতে হবে নৈতিক, সৃজনশীল ও দেশপ্রেমিক। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ টিপু, শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম, জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সাবেক সভাপতি রুকন উদ্দিন ও সেক্রেটারি আদিলুর রহমান।
বিশেষ অতিথিরা বলেন, শিক্ষার্থীরা মেধা ও মননে এগিয়ে আছে। তাদের সাফল্য একদিন এই অঞ্চলের উন্নয়নের চালিকাশক্তি হবে। উন্নয়ন ফোরাম সর্বদা মেধাবী শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠান শেষে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও সংবর্ধনা পত্র তুলে দেন।
সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও গর্বের হাসি। পুরো কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।



















