সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৪:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে।

সিলেটের দৃষ্টিনন্দন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে রোববার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১টায় সুরমা নদীর তীরে চাঁদনিঘাটে ঐতিহাসিক ক্বীনব্রীজ ও আলী আমজাদের ঘড়ি এলাকায় জমকালো আয়োজনে ট্রফি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বদরবারে পরিচয় করিয়ে দিতে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ ও আলী আমজাদের ঘড়ি এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আইরিশ অধিনায়ক অ্যান্ডু বালবিরনি।

এছাড়া সিলেটের জেলা প্রশাসক মো; সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ ও আলী আমজাদের ঘড়ি এলাকায় ট্রফি উন্মোচন করা হলো।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন