গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী
- আপডেট সময়ঃ ০৮:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২১১ বার পড়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর তিনি মাজার জিয়ারত শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দেয়ায়। আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে আমাদেরকে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।
তিনি প্রয়াত অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ সকল প্রয়াত নেতাদের উন্নয়ন ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎবরণকারী বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ এটিএম তুরাব এবং গোলাপগঞ্জের ৭ শহীদসহ দেশব্যাপী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের পরবর্তী পথচলার লক্ষ্য। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, নার্গিস চৌধুরী, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন সাবুল, বিএনপি নেতা আখতার হোসেন অনিক, গুলজার আহমদ রাহেল, তানভীর আহমদ, সাব্বির আহমদ, দৌলা হোসেন সুভাষ, সুহেল আহমদ, গনি, দিলাল, জাবের আহমদ, নুরুল আমিন, সাইদুল ইসলাম, আইনুল আবেদীন, জামাল উদ্দিন, সালেহ আহমদ, ইয়াছিন রিফাত, শিমুল আহমদ, আবু সুফিয়ানসহ জেলা, মহানগর, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।



















