সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ফ্লাইট মিস করেছেন হামজা, ঢাকায় আসতে হচ্ছে দেরি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকাল পাঁচটায় ঢাকায় পা রাখবেন এই মিডফিল্ডার।বাফুফে সূত্রে জানা গেছে, ফেডারেশন থেকে একটি টিকিট দেওয়া হয়েছিল হামজাকে। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে সেই ফ্লাইট ধরতে পারেননি লেস্টার সিটির এই ফুটবলার। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে।

আজ জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই। ঢাকায় নেমে বিশ্রাম নেবেন হামজা। আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।আর আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন