মৃ,ত্যু,র ভু য়া খবরে ক্ষুব্ধ হেমা মালিনী ও এশা দেওল
- আপডেট সময়ঃ ০৪:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনী।মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’
শ্বাসকষ্টের কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ধর্মেন্দ্র। এরমধ্যেই হঠাৎ প্রবীণ এই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
মৃত্যুর সংবাদটি মিথ্যা বলে জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন।
মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’




















