যেদিকেই যাচ্ছি, ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি-অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
- আপডেট সময়ঃ ০৪:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন— “ধানের শীষের বার্তা নিয়ে যেদিকেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। ধানের শীষের প্রার্থীদের পক্ষে সবাই মাঠে নেমে কাজ করছেন।”
তিনি আরও বলেন— “বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এ দলে সময়ের সঙ্গে অনেক নেতা তৈরি হয়েছেন। প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকেন, তবে দল যাকে বেছে নিয়েছে, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত। সবাই তা মেনে নিয়েছেন এবং দলের সকল নেতা-কর্মী এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।”
বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের একটি কনফারেন্স হলে উপজেলা ও পৌর জাসাস এবং শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব এম এ হালিম রানা।
এ সময় উপস্থিত ছিলেন—
সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা জাসাসের সদস্যসচিব রায়হান এইচ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ রানু, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মনসুর হাজ্জাজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অপরদিকে, একই দিনে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শ্রমিক দলের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জেবুল আহমদ, সহসভাপতি মো. আব্দুস সুবহান, সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহসহ ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন— “দেশের অন্যান্য স্থানের মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এই আশাতেই তারা নির্বাচনের অপেক্ষায়। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পর থেকেই মানুষ মনে করছে—দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে।”
তিনি আরও বলেন— “যে এলাকায় যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিচ্ছে, মিছিল-মিটিং করছে। জনগণ বুঝতে পারছে—বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুস্থ সাংস্কৃতির বিকাশ ঘটবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।”
এর আগে বুধবার দুপুরে গোলাপগঞ্জের চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাত শহিদের কবর জিয়ারত করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শহিদদের কবর জিয়ারতের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















