সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বিচারকদের নিরাপত্তা ও পুলিশের বিরুদ্ধে তদন্তে হাইকোর্টে রিট দায়ের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণ, ঘটনায় দায়ী সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) বাদী হয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান উক্ত রিটে পিটিশনারের পক্ষে আইনজীবী নিযুক্ত হয়েছেন। বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো: মনজুর আলম এর দ্বৈত বেঞ্চে আজ (সোমবার) রিটটি দায়ের করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ রাজপাড়া থানা, রাজশাহী, জালালাবাদ থানা, সিলেট এবং বোয়ালিয়া থানা, রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

উক্ত রিটে ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবেনা মর্মে রুল চাওয়া হয়। এছাড়াও, বিচারক এবং বিচারক পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা প্রস্তুত করা, পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ চেয়ে বিটিআরসি চেয়ারম্যানকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ইতোপূর্বে জারিকৃত বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য নির্দেশনা চাওয়া হয়। আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য