আলেমদের দোয়া নিলেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী
- আপডেট সময়ঃ ০৩:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মাদরাসা-মসজিদে উপস্থিত হয়ে আলেমদের দোয়া নিচ্ছেন ও তাঁদের সঙ্গে মতবিনিময় করছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় গিয়ে মতবিনিময় করেন তিনি।
এসময় মাদরাসার শুরা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তর্জাতিকভাবে সুখ্যাতি ছিলো একজন ধর্মভীরু নেতা হিসেবে। আলেম-সমাজের সঙ্গে তাঁর ছিলো গভীর সম্পর্ক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও বাবার আদর্শে পথ চলেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনার আমলের ভয়াবহ আলেম-নির্যাতনের বিচার হবে। মসজিদ-মাদরসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর মসজিদ-মাদরাসা তো দূরে, কোনো অবকাঠামোগত উন্নয়নই হয়নি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমি কথা দিচ্ছি, ধানের শীষকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠালে আমার নির্বাচনি এলাকার মসজিদ-মাদরাসার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিয়ে আসবো। কাজ করবো আলেম-সমাজের সার্বিক উন্নতির জন্য।
এদিকে, বরায়া মাদরাসায় মতবিনিময় শেষে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের কবর জিয়ারত করেন সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি এমরান আহমদ চৌধুরী।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















