সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সিলেটে রূপালী বাংলাদেশ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৮:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

 

দৈনিক রূপালী বাংলাদেশ–এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সিলেট অফিসের ব্যুরো প্রধান সালমান ফরিদ’র সঞ্চালনায় ও স্টাফ রিপোর্টার মো. আব্দুল আহাদ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সিলেটসহ সারা দেশে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। তারা আগামী দিনে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নচিত্র তুলে ধরার আহ্বান জানান।

এসময় সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পত্রিকার সফলতা ও অগ্রযাত্রা কামনা করে বর্ষপূর্তির কেক কাটা হয়।

সভার শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও পাঠকসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সিলেট ব্যুরো অফিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নবীন সোহেল, রাজীব রাসেল, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো অফিসের ফটোগ্রাফার বাবর জোয়ারদার, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকারী নির্বাহী কমিটির সদস্য বদরুল ইসলাম মহাসিন। গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ উদ্দিন, দক্ষিণ সুরমা প্রতিনিধি সানওয়ার আলী, বিশ্বনাথ প্রতিনিধি মো. নুরুল ইসলাম, ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান, সাংবাদিক রাজু আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন