সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

মারা গেছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে।

ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি। স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

টম স্টপার্ডের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে, নাটক ‘রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’। চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন