সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

সাংবাদিকদের হুমকি ও বাধার ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা

‎প্রেস বিজ্ঞপ্তি:
  • আপডেট সময়ঃ ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৮৩ বার পড়া হয়েছে।

রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের আটকে রাখার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি বর্বর হস্তক্ষেপ উল্লেখ করে প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক  শামসুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন— “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি প্রদান এবং আটকে রাখার হুমকি দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক দেশ ও সভ্য সমাজে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন—“রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের যেভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে— তা সাংবাদিক সমাজকে শঙ্কিত করেছে। জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ এবং মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি যে আচরণ করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

প্রেসক্লাবের দাবি : সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়- “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অতীতে যেমন সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকা সংবাদ সম্মেলন চলাকালে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন সম্মেলনস্থলে ঢুকে সাংবাদিকদের বাধা প্রদান, আটকে রাখার হুমকি এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন