সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাবের উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৮৬ বার পড়া হয়েছে।

সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত কমিউনিটি অ্যাকশন প্রজেক্টে সমতায় তারুণ্য স্মারক নং: জা/সি/২০২৫-১০(চ) সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামের চা বাগানে জেন্ডার স্টেরিওটাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক আয়োজন করা হয়।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট একটি অ-লাভজনক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, যুব উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত “সমতায় তারুণ্য” প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে তরুণদের ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পের আওতায় তরুণদের সক্ষমতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি, অনলাইন সুরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং যুবনেতৃত্বাধীন সংগঠনদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে।এই প্রকল্পের অংশ হিসেবে সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব, (“সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি যুবনেতৃত্বাধীন সংগঠন (ওয়াইএলও), যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কুসংস্কার ও ভুল ধারণা নিরসন” শীর্ষক একটি কমিউনিটি অ্যাকশন কর্মসূচি (সামাজিক সচেতনতা উদ্যোগ) আয়োজন করতে যাচ্ছে।সভায় তারা মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা, কুসংস্কার ও সামাজিক বাঁধা দূরীকরণ নিয়ে আলোচনা হয়।একই সঙ্গে মেয়েদের জন্য বিদ্যালয় ও সমাজে নিরাপদ,সহায়ক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাবের সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ফ্রিডম ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমদ দুর্জয়, তথ্য প্রযুক্তি শিক্ষা সম্পাদক সামিয়া আক্তার লিনা, প্রচার ও দপ্তর সম্পাদক নাইমা সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন