সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বাগমারা’য় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪৪৪-বস্তা (সার-জব্দ)

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময়ঃ ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৭ বার পড়া হয়েছে।

রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৪৪৪ বস্তা সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দানগাছি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ারেস আলী ওরফে ‘মুরগী বাবু’ পালিয়ে যান।ওয়ারেস আলী (৩৫) ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খুচরা সারের ব্যবসা করছেন।
উপজেলা কৃষি অফিস ও পুলিশ জানায়, বাড়ির একটি কক্ষ থেকে ২০০ বস্তা টিএসপি, ২০০ বস্তা ডিএপি ও ৪৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়েছে। সারগুলো অবৈধভাবে ডিলার পয়েন্টের বাইরে মজুত রাখায় সিলগালা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অধিক মুনাফায় বিক্রির জন্য এসব সার গোপনে মজুত রাখা হয়েছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ওয়ারেস আলী খুচরা বিক্রেতা হিসেবে নিবন্ধিত থাকলেও নিজ বাড়িতে এত বিপুল পরিমাণ সার মজুত করা সন্দেহজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ওয়ারেস আলী দাবি করেন, জব্দ করা সব সার বৈধ এবং কাগজপত্র রয়েছে। তাঁর ভাষ্য, স্থানীয় দলের দুই নেতার লাইসেন্সে রাজশাহী বিএডিসি গুদাম থেকে সার উত্তোলন করা হয়েছিল; বাজারে জায়গা না থাকায় বাড়িতে রাখতে হয়েছে।
তবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম স্পষ্ট করে বলেন, সমন্বিত সার নীতিমালা অনুযায়ী ডিলার পয়েন্ট ছাড়া অন্য কোথাও সার মজুত করা সম্পূর্ণ অবৈধ।

এ ঘটনায় বাগমারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন