সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

জাতীয় বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ইমতিয়াজ কামরান তালুকদার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:০০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ইমতিয়াজ কামরান তালুকদার।

তিনি বলেন, মানবসেবা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এই স্বীকৃতি আমার ব্যক্তিগত গৌরব নয়। অর্জিত এই বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড আমি উৎসর্গ করছি। সিলেট বিভাগের বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনায় সেবামূলক কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দেওয়া সকল আহত ও শহীদ ফায়ার সার্ভিস কর্মী, কর্মকর্তা ও ভলান্টিয়ারদের মাঝে।আমার পিতা-মাতা ও শিক্ষকদের যারা বরাবরই আমার স্বেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা। তথা সারাদেশ হতে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সম্মান অর্জন করেছি। এই অর্জন আগামীর দিন গুলোতে মানবিক কার্যক্রমে আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। মানবতার সেবায় এগিয়ে যাওয়ার এই যাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক,রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন