সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিয়ানীবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।এরপর বিয়ানীবাজার পৌর শহরের শহীদ টিলায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

পরে কলেজ মিলনায়তে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম সহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং ছাত্রীদের বল বদল খেলা অনুষ্ঠিত হয়, যা পুরো কলেজ প্রাঙ্গণকে আনন্দঘন করে তোলে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন