সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

হাদিকে হারিয়ে কাঁদছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে।

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। লাখো মানুষ হাদির জানাজায় উপস্থিত হয়েছিলেন।

হাদিকে হারিয়ে তারা কাঁদছিলেন। কারো ছিল চোখে জল, কেউ কান্নায় ভেঙে পড়ছিলেন। অনেকেই চোখের জল আড়াল করতে গিয়েও পারেননি। অশ্রুসিক্ত চোখে হাদিকে বিদায় জানাল লাখো জনতা।

মানিক মিয়া এভিউনিউ যেন ছিল এদিন এক খণ্ড বাংলাদেশের চিত্র। জানাজায় ডাকসু ভিপি সাদিক কায়েমও কান্নায় ভেঙে পড়েন। কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে সামাজিক মাধ্যমেও হাদির জন্য ছড়িয়ে পড়েছে শোকগাঁথা। হাদিকে হারিয়ে কাঁদছে দেশের সবশ্রেণীর মানুষ।

হাদি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগের জন্য অটোরিকশাযোগে রাজধানীর বিজয় নগর এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্ত ফয়সাল করিম মাসুদের গুলিতে গুরুতর আহত হন।

এরপর টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন