সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মিডিয়া ছেড়ে দিয়েছে সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময়ঃ ০৫:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। নিয়মিতই কাজ করে যাচ্ছিল অভিনয় ও মডেলিংয়ে।

তবে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এ ছাড়া আর কখনো মুখ দেখাবে না, ইতিমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশু শিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটা নেকাবের সঙ্গেই করবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার দুপুরে জেমি কালের কণ্ঠকে বলেন, লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে।তাই এই সিদ্ধান্ত নিয়েছে।

জেমি আরো বলেন, লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পরিচয়হীন মা, অজানা বাবা—এই শিশুর দায়িত্ব কার?