সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

সিলেট স্টেডিয়ামেই জাকি’র জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে।

শোকের ছায়া নেমে এসেছে বিপিএলে। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচের ২০ মিনিটে আগে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ।

মাঠে জাকিকে সিপিআর দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মাহবুব আলী জাকি’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথচলা লম্বা সময় ধরে। ২০২০ সালে শরীফুল–তানজিমদের জেতা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশের বয়সভিত্তিক দলটির পেস বোলিং কোচ। দেশের বহু পেসারের খুঁটিনাটি সমস্যায়ও মাহবুব ছিলেন সমাধানের জায়গা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন