সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিএমএস গ্রুপ বিয়ানীবাজারের গভীর শোক

প্রেসবিজ্ঞপ্তি:
  • আপডেট সময়ঃ ০৭:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১০৫ বার পড়া হয়েছে।

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিএমএস গ্রুপ, বিয়ানীবাজার।
এক শোকবার্তায় সিএমএস গ্রুপ জানায়,
আমরা অতীব দুংখের সাথে জানাচ্ছি যে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন এবং আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করছে সিএমএস গ্রুপ-বিয়ানীবাজার। শোকবার্তায় বলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি এবং আমাদের চিরকালীণ প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ শুধু একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি, বরং বাংলাদেশ তার মমতাময়ী অভিভাবককে হারালো। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে তিনি যেভাবে প্রতিকূল সময়ে দেশের হাল ধরেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ছিলেন হিমালয়সম ধৈর্যের প্রতীক। কারাবরণ, অসুস্থতা আর ব্যক্তিগত শোককে তুচ্ছ করে তিনি আমৃত্যু এদেশের মানুষের অধিকারের কথা বলে গেছেন। তাঁর মৃত্যুতে একটি আপোসহীণ ইতিহাসের অবসান হলো।

আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন তাঁর পরিবার এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন