সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের শিক্ষার্থীরা!

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৭:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে বছরের ১ম দিন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্টেনগুলোতেও বই বিতরণ করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক থাকায় এবছর বই বিতরনে উৎসবের আয়োজন করেনি বিদ্যালয়গুলো। শিক্ষকরা কোন ধরনের আয়োজন ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করলেও ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়া মাত্রই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে।

 

তবে প্রাথমিকের এই আনন্দের চিত্রটি সব জায়গায় এক নয়। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ভিন্ন বাস্তবতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চাহিদামতো বই না আসায় শিক্ষার্থীরা বই পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। কোথাও একজন শিক্ষার্থী পেয়েছে দুটি বই, কেউ পেয়েছে তিনটি।

সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, বই বিতরণের রেজিস্টার হাতে শিক্ষকরা হিসাব-নিকাশে ব্যস্ত। কোন শ্রেণির, কোন বিষয়ের কতটি বই এসেছে, সেটির তালিকা তৈরি চলছে।

স্থানীয় শিক্ষক শহীদুল হক বলেন, ষষ্ঠ ও নবম শ্রেণির কিছু বই এসেছে। কিন্তু সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের ঘাটতি বেশি। এখন কাউকে দুইটা আর কাউকে তিনটা বই দিলে যার কম পাবে তার মন খারাপ হবে। তাই হিসাব করে দেখছি, কোন শ্রেণিতে কয়টি বই দেওয়া যায়।

স্থানীয় নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ধরনের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন।

দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো: তাহসান সারিম বলেন, নতুন বইয়ের আনন্দটাই অন্যরকম। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি খুব খুশি।

একই শ্রেণির শিক্ষার্থী মৌরিন জান্নাত আরিয়া বলেন, নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। আমি খুব খুশি বছরের প্রথম দিন সবগুলো বই পাওয়ায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা। তিনি জানান, এ বছর বই বিতরণে কোনো উৎসব করা হয়নি। রোল ধরে ডেকে ডেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ দাস বলেছেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষাকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মতো বিয়ানীবাজার উপজেলায় জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগী হবে সরকার সেই প্রত্যাশা করে।’

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন