সিলেট-৬: বৈ’ধ’তা পেলেন ফয়সল আহমদ চৌধুরী ও জাহিদুর রহমান

- আপডেট সময়ঃ ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৯০ বার পড়া হয়েছে।

সিলেট-৬ আসনের নির্বাচনি লড়াইয়ে নতুন মোড়। দীর্ঘ নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বৈধতা পেলেন স্থগিত হওয়া দুই গুরুত্বপূর্ণ প্রার্থী। রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী এবং গণঅধিকার পরিষদ-এর প্রার্থী জাহিদুর রহমানের স্থগিতকৃত মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, “আমরা নিয়ম অনুযায়ী প্রতিটি নথিপত্র যাচাই করেছি। স্থগিতকৃত প্রার্থীদের তথ্য পুনরায় পর্যালোচনার পর তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই দুই প্রার্থীর নির্বাচনি মাঠে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না।
এই সিদ্ধান্তের ফলে আসনটিতে নির্বাচনি সমীকরণ আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।


















