বিয়ানীবাজারে ছাত্র জনতার উপর হামলায় ঘটনায় গ্রেফতারকৃত আসামী কারাগারে

- আপডেট সময়ঃ ০৮:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৪৭ বার পড়া হয়েছে।

সিলেটের বিয়ানীবাজারে বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় মামলার এক আসামীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গত শুক্রবার ০২ জানুয়ারী ২০২৬ তারিখ রাত সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রাম থেকে আসামীর বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তার জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ করেন। বিয়ানীবাজার থানার মামলা নং-০১/১০৭, তারিখ: ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা-১৪৭/১৪৯/৩০৭/৩২৬ পেনাল কোড।
গ্রেফতারকৃত মুহিদুর রহমান প্রকাশ মহিদুল (৫৪), বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত সুরমান আলীর পুত্র।
থানা পুলিশ জানিয়েছে, গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে আওয়ামীলীগ সরকারের পতনের সংবাদ শুনে ছাত্র জনতার সাথে বাদী বিজয় মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। ঐদিন বিকাল সাড়ে ৫টার দিকে বিয়ানীবাজার পৌরসভার ৫নং হইল ওয়ার্ডের অন্তর্গত উত্তর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে পৌঁছালে মধ্যবাজার হতে জড়ো হয়ে থাকা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাহার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এজাহারনামীসহ অন্যান্য আসামীগণ সংঘবদ্ধভাবে একজোট হয়ে লাঠি সোটা, ইট পাটকেল, রাম-দা, বিভিন্ন জীবনহানীকর দেশীয় অস্ত্রশস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বাদীকে হত্যার শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকলে বিজয় মিছিলে থাকা অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাদীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে এঘটনা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর নিরস্ক্র মো: হামিদুর রহমানকে তদন্তভার দিলে তিনি তদন্তকালে মামলার ঘটনার সহিত গ্রেফতারকৃত আসামী মুহিদুর রহমান প্রকাশ মহিদুল জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বিয়নীবাজার থানার বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় মামলার আসামী মুহিদুর রহমান প্রকাশ মহিদুল গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে একাদিক মাদক মামলার পরোওয়ানাভুক্ত ১০নং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত হাছন রাজার ছেলে খালেদ আহমদ (৩৬) কে গ্রেফতার করে থানা পুলিশ।
বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলার ঘটনায় আসামী মুহিদুর রহমান প্রকাশ মহিদুল গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

















