সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আমাদের মাঝে অনৈক্য থাকলে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৫:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে।

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আমাদের মা আমাদেরকে ইস্পাতকঠিনভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়ে গেছেন। এখন ব্যক্তিস্বার্থকে সামনে নিয়ে এসে অনৈক্য থাকলে তাঁর আত্মা নিশ্চয়ই কষ্ট পাবেন। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে এক হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার আগে আমরা, আমাদের আগে ধানের শীষ, ধানের শীষ জিতলেই পাবো সুখি-সমৃদ্ধ বাংলাদেশ।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের সার্বিক ব্যবস্থাপনায় তাঁর বাড়িতে বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরুব্বি আবুল কালাম চৌধুরী এবং কামরান উদ্দিন বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম ও মহি সুন্নাহ চৌধুরী নারজিস, বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন ইউএসএ নিউজার্সির উপদেষ্টা মোহাম্মদ কামাল, নিউজার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সায়াদ আহমদ, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মসরুম রাসেল, সহ-মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি সুহেব আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির কান্ডারি তারেক রহমানের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন