ভাদেশ্বর ও শরীফগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল— অ্যাড. এমরান চৌধুরী

- আপডেট সময়ঃ ০৬:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যগত চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ও শরীফগঞ্জে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভাগুলোতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন- আমার প্রাণের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে বিস্তর পরিকল্পনা রয়েছে। আপনারা শুধু একবার সুযোগ দিন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে এমরান আহমদ চৌধুরী বলেন- যে মহীয়সী সারাটা জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করলেন, তিনি আজ আমাদের মাঝে নেই। তাঁর রেখে যাওয়া আদর্শকে আঁকড়ে ধরে আমাদের পথ চলতে হবে।
সোমবার রাত ৮টায় গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাদেশ্বর দক্ষিণভাগ দরগাদাইর এলাকায় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনয়া অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা বিএনপির সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক রুমেল আহমদ, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও ফ্রান্স যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মন্নান আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক মঈন উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিব আলী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল বাশার রানিক, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মিছবাহ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলী আকতার, যুবদল নেতা আব্দুল বাসিত, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হুসাইন আহমদ,
সিলেট মহানগর কৃষকদলের সদস্য সুজন আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ, সিলেট ল কলেজের ছাত্রদলের সাবেক সহসভাপতি টিপু সুলতান, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জাফর ইকবাল ও ছাত্রদলের সপন আহমদ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএ রিপন
অপরদিকে, সোমবার সন্ধ্যার পর গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির অফিসে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ রিপন, সিলেট মহানগর বিএনপি নেতা হেলাল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শরীফগঞ্জ ইউনিয়ন ৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাবেদুর রহমান রিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ।



















