লালমোহনে গৃহবধূকে বালিশ চাপায় হ/ত্যা অ/ভি/যো/গে স্বামী আ/ট/ক

- আপডেট সময়ঃ ০৪:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।

ভোলার লালমোহন উপজেলার পারিবারিক কলহের জের ধরে মোসা; রুনা বেগম নামে এক গৃহবধূর কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ( ১৪ জানুয়ারি ) সন্ধ্যায় ৬ টায় উপজেলা গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নে কচুয়াখালী ৩ নং ওয়ার্ডে গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধ ূ রুনা বেগম ওই এলাকার হাফেজের মেয়ে। ঘটনার পর স্বামী জিহাদ পালিয়ে যান। তবে বুধবার গভীর রাতে ভোলা ইলিশা ফেরিঘাট থেকে জিহাদকে আটক করে র্যাব ও পুলিশের একটি টিম। জিহাদ একে এলাকায় পাঙ্গাসিয়া আলমগীর হোসেনের ছেলে। জানা গেছে রুনা ও জিহাদ সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। গত সাত মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি একাধিকবার পারিবারি কভাবে মীমাংস করা হয়। বুধবার মা সালিশের উদ্দেশ্যে জিহাদীর বাড়িতে যান। সে সময় রিনা তাদের বাড়িতে অবস্থান করেছিল। যেত তাদের বাড়িতে ছিলেন খালিশির পর পর জিহাদ রুনাল বাড়িতে চান। রুনার চাচ ী নুরজাহান বলেন বুধবার সন্ধ্যার দিকে রুনার ঘর থেকে শব্দ পেয়ে আমি সেখানে যাই। এরপর দেখি বিছানায় পড়ে আছে রুনা। তার শরীরে কম্বল দিয়ে ঢাকা ছিল তার বুকে একটি বালিশ ছিল। এরপর তাকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। এবং তারা দেখতে পেল তার শরীরে আঁচড়ের দাগ এবং প্রসাবে বিছানায় ভিজে গেছে। তার মুখে লালা এবং রক্ত ছিল। পরে স্থানীয় এক পুলিশ চিকিৎসক আনহলে তিনি বলে ঘোষণা করেন। বিষয়টি লালমোহন থানার ওসি অলিউল্লাহ ইসলামকে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে মোর দেহ মর্গে পাঠানো হয়


















