সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১০:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘এইচআরআরএস এ্যাওয়ার্ড-২০২৬’ পদকের জন্য মনোনীত হলেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংগঠক এনায়েত সোহেল।

দেশ এবং প্রবাসে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদান, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বিবেচনা করে তাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (HRRS) কর্তৃক আগামী ১৮ এপ্রিল ২০২৬ ঢাকায় হোটেল ৭১-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ক্যাটাগরীতে মনোনীত সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হবে।

আয়োজক সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (HRRS)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর জানান, এই সম্মাননা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও সমাজের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।

প্রসঙ্গত, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল-এর বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে।
প্রায় দুই যুগের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তৃতীয় বাংলা ডটকম পত্রিকার সম্পাদক ও বাংলাদেশের শীর্ষ নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আইঅনটিভি ইউকে’র বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়া দেশে থাকাকালীন তিনি সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নবদ্বীপ’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক শ্যামল সিলেট, দৈনিক সমকাল, সংবাদসহ দেশ বিদেশের বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন