সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চমক দিয়েই প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়প্রত্যাশী সবাই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগরের কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থন জানান। এতে অনেকটা চমকে দিয়েছেন ধানের শীষের প্রার্থী।

 

সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন- আমি প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অভিভাবক মরহুমা খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যারা মনোনয়ন দিয়ে আমাকে মানুষের একেবারে কাছে যাওয়ার, সেবা করার সুযোগ করে দিয়েছেন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অুনরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন। আজ এই অনুষ্ঠান গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিচ্ছে, এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমদের ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হেসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহবায়ক হেলাল খাঁন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন পপি।

তারা বলেন, দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাড. এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নান ও নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ডাক্তার আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাড. আবু তাহের, মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, মিশিগান বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল বাছিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন