সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৫২ বিজিবির মিডিয়া ব্রিফিং

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৭:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ৮১ বার পড়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে সরাইল রিজিয়নের শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে মোতায়েন থাকবে। এসব সদস্য নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় চারটি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চার সপ্তাহব্যাপী STX-এর মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে।

বিজিবি পক্ষ থেকে দেশের জনগণকে আশ্বস্ত করে বলা হয়, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে। একই সঙ্গে নির্বাচনী অপরাধীদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী, দল, গোষ্ঠী বা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

পরিশেষে বিজিবি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন, এসইউপি।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন