১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী মহাসচিব ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যু একটি গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী। আইন অঙ্গনে তার অবদান ছিল অসাধারণ।’

‘একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি ধৈর্য ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতেন। মরহুম আবদুর রাজ্জাক ছিলেন প্রজ্ঞাবান ও দূরদর্শী একজন মানুষ। ভদ্র ও সম্মানিত এই মানুষটি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিচক্ষণ সিদ্ধান্ত জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখতে পারত।’

তিনি আরও বলেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এর আগে রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেন আইনজীবী শিশির মনির।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট সময়ঃ ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী মহাসচিব ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যু একটি গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী। আইন অঙ্গনে তার অবদান ছিল অসাধারণ।’

‘একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি ধৈর্য ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতেন। মরহুম আবদুর রাজ্জাক ছিলেন প্রজ্ঞাবান ও দূরদর্শী একজন মানুষ। ভদ্র ও সম্মানিত এই মানুষটি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিচক্ষণ সিদ্ধান্ত জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখতে পারত।’

তিনি আরও বলেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এর আগে রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেন আইনজীবী শিশির মনির।

নিউজটি শেয়ার করুন