১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ

স্টাফ রিপোর্টার :
- আপডেট সময়ঃ ০৮:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে।

পূর্ব সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ইতিহাস বিভাগের অধ্যাপক সাব্বীর আহমদ। বুধবার সকালে তাঁর যোগদান উপলক্ষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের নেতৃত্বে ফুলেল অভ্যর্থনা জানিয়ে বরণ করেন তাঁর সহকর্মী ও কর্মচারীরা।
বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬ তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে প্রফেসর সাব্বীর আহমদ ইতোপূ্র্বে কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সেখানে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ মাউশির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নরত ছিলেন তিনি।বিয়ানীবাজার সরকারি কলেজের এই সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এই শিক্ষাবিদ।
প্রফেসর সাব্বীর আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।
ট্যাগসঃ