০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সিলেট সীমান্তে কারফিউ জারি

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ০১:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ১২০ বার পড়া হয়েছে।

বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে সতর্ক করা হয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ অবস্থির স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ১৬৩ ধারায় এ কারফিউ জারি করা হয়। আদেশে বলা হয়েছে- প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ কার্যকর থাকবে। কারফিউটি সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে। এ কারফিউর আওতায় যেসব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তা হলো- আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা।

পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ জমায়েত, মিছিল বা অস্ত্র, লাঠি, রড ও পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি পাচার।

আদেশে উল্লেখ করা হয়েছে- সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী, অবৈধ অনুপ্রবেশকারী এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশ পথে পরিণত হয়েছে।

ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য