বিয়ানীবাজারে ফলের দোকান ভর্তি অপরিপক্ব লিচু

- আপডেট সময়ঃ ১২:৫১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে।

এখনো লিচুর মৌসুম পুরোপুরি শুরু হয়নি। তবে বেশি লাভের আশায় বাগান মালিকেরা ছিঁড়ছে লিচু। এরপরও বিয়ানীবাজারে চাহিদা বেশি থাকায় অপরিপক্ক এসব লিচু বিক্রি হচ্ছে দেদারসে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। চাহিদা বেশি থাকায় অপরিপক্ক গাছ থেকে লিচু পেরে নিয়ে আসছেন বাগান মালিকেরা।
সংশ্লিষ্টরা বলছেন, বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ক এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বিয়ানীবাজার পৌরশহরের ফল বিক্রেতা আইন উদ্দিন লিলু বলেন, ‘শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবার ফলন কম হয়েছে। আকারেও ছোট। ঝড়-বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ে আগেই লিচু বাজারে তোলা হচ্ছে। আগের দিকে লিচুর দামও তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে।’
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, ‘লিচু বাজারে উঠলেও পুরোপুরি মিষ্টি হয়নি। আরও সুস্বাদু ও মিষ্টি হতে এক সপ্তাহ সময় লাগবে।’