মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন বহিষ্কার

- আপডেট সময়ঃ ০৩:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। ১৯ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক আদেশে এ তথ্য জানা যায়।
আমান উদ্দিন সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক বলে জানা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামী তিনি।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্মারক নং ৪৬.০০.৯১০০.০০০.০১৭.২৭.০০০২. ১৬ (অংশ-১)-৩৩৯ অনুযায়ী বরখাস্ত হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আমান উদ্দিন উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য সকল সভায় ধারাবাহিক অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেন। এছাড়াও আমান উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: নূরে আলম ওই আদেশ-প্রজ্ঞাপনে সাক্ষর করেন।
এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া আমান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।