০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জাফলংয়ে আরও ৭৭ পাথর ভাঙার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

গোযাইনঘাট প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১৩৭ বার পড়া হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিনের (পাথর ভাঙার কল) বিদ্যুৎ সংযোগ দ্বিতীয় দিনের মত বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বিজিবি সমন্বয় গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

বুধবার (২৫ জুন) সকাল দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় অন্তত ৭৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।

এর আগে, গত বুধবার প্রথম দিন অভিযান শুরু করে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য