আমার লাইসেন্স করা অস্ত্র আছে :উপদেষ্টা আসিফ মাহমুদ

- আপডেট সময়ঃ ০২:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তার মতে, বিমানবন্দরে ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি অনিচ্ছাকৃত। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যেই সঙ্গে অস্ত্র রাখেন।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।
তিনি লিখেছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য গতকাল ভোর ৬.৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই , ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।