০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনামঃ
কিশলয় অনুষ্ঠানে মুক্তাক্ষর

ডেস্ক নিউজ
- আপডেট সময়ঃ ০৪:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ১৬৮ বার পড়া হয়েছে।

সিলেট বেতারে শিশুদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক শুক্রবারের সকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। সকাল ৯টা দশমিনিটে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। মুক্তাক্ষরের পরিচালক বিমল কর শিশুদের নিয়ে উপস্থিত হন।সে সময় শিক্ষার্থীদের অভিভাবকরা পাশে ছিলেন।শিক্ষার্থীদের মাঝে অনেকেই আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে আদিত্য বর্মন, নির্ঝর কর, দিয়াম সিংহ, অনুসূয়া সরকার স্নেহা, স্রেষ্ট রায়, সৃষ্টি রায়,ঋত্তিকা দাশ ও ঋতু দাশ।
ট্যাগসঃ