০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দিরাইয়ে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৮৭ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের দিরাইয়ে বাসা থেকে বের হয়ে দ্বীনবন্ধু রায় (৬৮) নামে এক বৃদ্ধ ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকেল পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন।

দ্বীনবন্ধু রায়কে খুঁজে পেতে দিরাই থানায় শুক্রবার ( ৪ জুলাই ) নিখোঁজ ডায়েরি করেছেন তার পরিবার।

দ্বীনবন্ধু রায় দিরাই উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোওজ এলাকার মৃত্যু জগবন্ধু রায়ের ছেলে।

পরিবার সূত্র জানায়,দ্বীন বন্ধু স্ট্রোকের রোগী। তিনি শারিরীক ও মানসিকভাবে অসুস্থ। ২ জুলাই দুপুরে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বৃদ্ধের মেয়ের জামাতা ইতালি প্রবাসী সঞ্জয় কুমার রায় বলেন, আমার শশুর অসুস্থ, কোথায় আছেন, কেমন আছেন জানা নেই। কেউ তার সন্ধান পেলে দয়াকরে যোগাযোগ করার অনুরোধ রইল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আশপাশের সব থানায় দ্বীন বন্ধু রায়ের ছবি পাঠানো হয়েছে। তাকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত আছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রহিলো।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন