০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জুড়ী উপজেলা চা শ্রমিক দম্পতির ম র দে হ উ দ্ধা র

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০২:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ১২৭ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ির বাগানে শনিবার (৫ জুলাই) সকালে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে পাওয়া যায় স্ত্রীর নিথর দেহ আর ঘরের বাইরে রাস্তায় পড়ে ছিলেন স্বামী।

নিহতরা হলেন দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। এ সময় ঘুম থেকে উঠে তাদের আট বছরের ছেলে লিটন প্রথমে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাইরে গিয়ে দেখে বাবা রাস্তায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের জানালে তারা গিয়ে নিশ্চিত হন, দুজনই মারা গেছেন। পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদাবাড়িতে থাকেন এবং ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গে থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে পরিবারটি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করে ঘুমাতে গিয়েছিল। দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি।

আজ রোববার (৬ জুলাই) দুপুরে জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি জানান, নিহতের বড় ছেলে ঢাকা থেকে আসলে তার সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন