জুলাই ‘গনঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও ৪টি পোষ্টার প্রকাশ।

- আপডেট সময়ঃ ০৩:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।

“জুলাই” ‘গনঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও ৪টি পোষ্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা কার্যালয় । জুলাই ‘স্মৃতি’ উদযাপন অনুষ্ঠান মালার অংশ হিসেবে এদিন ৫ থেকে ৮ নম্বর পোস্টার প্রকাশ করা হয়। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ধারাবাহিক এসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই অনিবার্য হয়ে উঠার কারণ। ছবিগুলো Chief Adviser GOB নামে প্রধান উপদেষ্টা তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করেন সেখানে তিনি লেখেন-‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।