১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সিলেটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ২ বার পড়া হয়েছে।

সিলেটের তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমন (১৬) নামের এক হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে কাটাগাঙ এলাকায় মাহিন স্টোন ক্রাশারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার ট্রাক হঠাৎ করে ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের বাম পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হেলপার ইমন গুরুতর আহত হন।

আহত ইমন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মনপুরা (জাফরাবাদ) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সেলিম মিয়া।

স্থানীয়রা ইমনকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ইমনের ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে।ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

আপডেট সময়ঃ ০৭:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সিলেটের তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমন (১৬) নামের এক হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে কাটাগাঙ এলাকায় মাহিন স্টোন ক্রাশারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার ট্রাক হঠাৎ করে ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের বাম পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হেলপার ইমন গুরুতর আহত হন।

আহত ইমন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মনপুরা (জাফরাবাদ) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সেলিম মিয়া।

স্থানীয়রা ইমনকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ইমনের ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে।ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন