০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

এসএসসিতে মুহিবুর রহমান একাডেমির শতভাগ সাফল্য

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৬:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে।

২০২৫ সালে সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিক রেকর্ড সমুন্নত রেখেছে। মুহিবুর রহমান একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ সহ অসাধারণ ফলাফল অর্জন করেছে। পাসের হার শতভাগ।

আজ বৃহস্পতিবার শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানা যায়।

মুহিবুর রহমান একাডেমি প্রতিষ্ঠার পর থেকে পাবলিক পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করে আসছে। খেলার মাঠ, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ সর্বাধুনিক ডিজিটাল এই শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এসএসসির ফল প্রকাশের পর ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান এবং তিনি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। ছুটে আসেন অভিভাবকরাও।

উপস্থিত অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে একাডেমির পাঠদানের প্রশংসা করেন। একাডেমির চেয়ারম্যান ছাড়াও শিক্ষার্থী-অভিভাবকের আনন্দ-উল্লাসে যোগ দেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর আবদুস শহীদ চৌধুরী জিয়া, এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ভার্সনের শ্রেণি-শিক্ষক অজয় কুমার দাস তালুকদার ও ইংরেজি ভার্সনের শ্রেণি-শিক্ষক রাসেল আহমেদসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকাগণ।

উল্লেখ্য, মুহিবুর রহমান একাডেমি সবসময়ই পাবলিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জন করে অভিভাবক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন